FREE DOWNLOAD YOUR ALL FAVORITE EBOOKS IN PDF

Monday, September 5, 2016

দেবী - হুমায়ূন আহমেদ | Debi - Humayun Ahmed

দেবী - হুমায়ূন আহমেদ | Debi - Humayun Ahmed

সার সংক্ষেপঃ রানু নববিবাহিতা। ঘরের বাইরে ও ভিতরে টের পায় কোনো একজনের অস্তিত্ব - সে এক কিশোরী। আগাম জানতে পারে কী ঘটতে পারে। আনিসের চোখে সে অপ্রকৃতিস্থ। সে যোগাযোগ করে মিশির আলির সঙ্গে। ঘটনাচক্রে আনিসও সন্দেহজনক শব্দ পায় - কিছু বুঝতে পারে না। সে রানুকে মিশির আলীর কাছে নিয়ে আসে। মিশির আলী রানুর কাছ থেকে তার অতীত জীবনের দুর্ঘটনা জানতে পারেন আর বুঝতে পারেন তার অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। তিনি রানুদের দেশের বাড়ি গিয়ে খোজখবর শুরু করেন। নীলু রানুদের প্রতিবেশী এবং মিশির আলীর ছাত্রী, যে একাকীত্বকে কাটানোর জন্য পত্রবন্ধুর দ্বারস্থ হয়, রানু তা স্বপ্নের মাধ্যমে জানতে পারে আর কিশোরীটি তাকে জানায় নীলুর খুব বিপদ - তাকে অপহরণ করে মেরে ফেলা হবে। রানু তা আটকাতে চেষ্টা করে। পারে কী? রানু, মিশির আলী আর নীলু - তিনজনেই এমন এক জীবন-মৃত্যুর চক্রে পড়ে যায় যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। অতীন্দ্রিয়তা আর যুক্তির মাঝে এ এক রহস্য। হুমায়ূন আহমেদ এর সৃষ্টি মিসির আলী চরিত্রটার প্রতি অনেকের রয়েছে মগ্ধতা। যারা মিসির আলী পড়েন এবং সংগ্রহে রাখতে চান, তাদের জন্য মিসির আলী বিয়ষক আরও একটি উপন্যাস "দেবী"।


No comments:

Post a Comment

Priyo Boimela

Carousel Display

Comments

Contact Us

Name

Email *

Message *